ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের দাবিতে গণঅধিকার পরিষদ আয়োজিত সমাবেশে যোগ দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে জামায়াত নেতৃবৃন্দের একটি বিশাল মিছিল শাহবাগে গিয়ে সমাবেশে অংশ নেয়।

পথসভায় বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, সহকারী সেক্রেটারি মো. শামছুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর সভাপতি আব্দুস সালামসহ অন্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন,
পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন এবং জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে।
প্রয়োজনে গণভোটের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।
বিপ্লবী সরকারের উচিত আপোষহীন নীতি গ্রহণ করা।
তারা সতর্ক করে বলেন, পিআর পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না, আর সেই নির্বাচনে জামায়াতও অংশ নেবে না।
নুরুল হক নূরের ওপর হামলার নিন্দা জানিয়ে বক্তারা ক্ষোভ প্রকাশ করেন যে, এক সপ্তাহ পার হলেও সরকার হামলাকারীদের কাউকেই গ্রেফতার করতে পারেনি। তারা বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে বিপ্লবী ছাত্র–জনতাকে কাঠগড়ায় দাঁড় করানো হতে পারে।
বক্তারা আরও দাবি করেন, আওয়ামী লীগের ১৪ দলীয় জোটকে নিষিদ্ধ করে গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে এবং ন্যায্য নির্বাচনী পরিবেশ গড়ে তুলতে হবে।