রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ
No Result
View All Result
আজাদির ডাক
No Result
View All Result
হোম আন্তর্জাতিক

আজ দিল্লিতে দিনব্যাপী বাংলাদেশবিরোধী সেমিনার

তুহিন সিরাজী - তুহিন সিরাজী
সেপ্টেম্বর ৬, ২০২৫
A A
আজ দিল্লিতে দিনব্যাপী বাংলাদেশবিরোধী  সেমিনার
Share on FacebookShare on Twitter

বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পাশাপাশি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ওপর চাপ বাড়াতে আজ শনিবার দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে এক আন্তর্জাতিক সেমিনার। জুলাই বিপ্লবে পতিত স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর ভারতের পক্ষ থেকে গত এক বছর ধরে বাংলাদেশবিরোধী যেসব মিথ্যা প্রোপাগান্ডা ও বয়ান তুলে ধরা হয়েছে সেমিনারেও সেসব স্থান পাবে। দিল্লি ও ঢাকার একাধিক কূটনৈতিক সূত্র এসব তথ্য জানিয়েছে।

রাজনৈতিক এবং আন্তর্জাতিক বিশ্লেষকরা দিল্লির এ অপতৎপরতাকে বাংলাদেশবিরোধী প্রোপাগান্ডা আখ্যা দিয়ে বলছেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে পতিত আওয়ামী লীগের পুনর্বাসনের পথ খুঁজছে ভারত। দিল্লি বারবার ঢাকাকে চ্যালেঞ্জ ছুড়বে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক দলের ঐক্য জরুরি।

জানা যায়, ওই সেমিনারের শিরোনাম ‘পরিবর্তিত পরিস্থিতিতে ভারত-বাংলাদেশ সম্পর্ক : নতুন ভূরাজনৈতিক বাস্তবতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর প্রভাব’। এটি আয়োজন করছে দিল্লিভিত্তিক থিঙ্ক ট্যাংক ‘গ্লোবাল স্ট্র্যাটেজিক অ্যান্ড ডিফেন্স নিউজ’। সেমিনারে ভারতের সামরিক বাহিনীর পদস্থ কর্মকর্তা, বিভিন্ন থিঙ্ক ট্যাংকে কর্মরত সামরিক-বেসামরিক আমলাদের পাশাপাশি চারজন বাংলাদেশি ‘রিসোর্স পারসনও’ অংশ নিচ্ছেন, যা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। সেমিনারে আমন্ত্রিত বাংলাদেশি রিসোর্স পারসনদের মধ্যে রয়েছেন সিনিয়র সাংবাদিক সৈয়দ বদরুল আহসান, লেখক এবং শিক্ষাবিদ ড. আবুল হাসনাত মিল্টন, জুলাই বিপ্লবের পর পালিয়ে যাওয়া মরক্কোতে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল রশিদ এবং ব্যারিস্টার তানিয়া আমীর। তারা সবাই বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিশেষ সুবিধাভোগী এবং ফ্যাসিবাদের দোসর হিসেবে সুপরিচিত।

দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশি এই চার রিসোর্স পারসন ভারতের ‘ডিপ স্টেট’-এর সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ। ডিপ স্টেটের নীতিনির্ধারকরা চাচ্ছেন বাংলাদেশিদের দিয়েই বাংলাদেশবিরোধী বয়ান তুলে ধরতে।

গত এক বছর ভারত তার বাংলাদেশবিরোধী তৎপরতায় নিজেদের থিঙ্ক ট্যাঙ্ক, বুদ্ধিজীবী, মিডিয়াসহ অন্যান্য রিসোর্স ব্যবহার করেছে। তবে এই প্রথমবারের মতো প্রকাশ্যে তারা বাংলাদেশি রিসোর্স ব্যবহার করতে যাচ্ছে। বাংলাদেশে মৌলবাদের উত্থান, সংখ্যালঘু নির্যাতন, আঞ্চলিক স্থিতিশীলতার জন্য দৃঢ় বাংলাদেশ-ভারত সম্পর্ক, আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বাংলাদেশে ধর্মনিরপেক্ষ সংবিধানের প্রয়োজনীয়তার মতো বিষয়গুলোর ওপর আলোচনা করবেন এই চার বাংলাদেশি।

দিনব্যাপী এই আন্তর্জাতিক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ভারতীয় সেনাবাহিনীর ইকুইপমেন্ট ম্যানেজমেন্টের অতিরিক্তি মহাপরিচালক মেজর জেনারেল মনোরাজ সিং মান। বিশেষ আলোচক হিসেবে থাকবেন মেজর জেনারেল (অব.) সুধাকর জী।

সেমিনারের কনসেপ্ট নোটে বলা হয়েছে, ১৯৭১ সালে স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং সামরিক সম্পর্ক অত্যন্ত গভীর এবং দীর্ঘদিনের। বাংলাদেশের বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে এই সম্পর্ক এখন একটি বিশেষ সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। আঞ্চলিক ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এই সম্পর্ক কীভাবে এগিয়ে নেওয়া যায়, তা নিয়ে আলোচনা হবে সেমিনারে। কনসেপ্ট নোটে ভারতীয় সশস্ত্র বাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ অনীল চৌহানের একটি বক্তব্য তুলে ধরা হয়েছে। জেনারেল চৌহান এতে বলেছেনÑচীন, পাকিস্তান এবং বাংলাদেশের অভিন্ন স্বার্থ আগামী দিনগুলোতে ভারতের স্থিতিশীলতা এবং নিরাপত্তাকে মারাত্মকভাবে প্রভাবিত করবে। ‘এবার আমরা পূর্ব থেকে শুরু করব’—পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীর এ বক্তব্যকে উদ্ধৃত করে সেমিনারের কনসেপ্ট নোটে বলা হয়েছে, ভারতের বিরুদ্ধে পাকিস্তান তার পরবর্তী যুদ্ধ, যা বেশি দূরে নয়; সেটি বাংলাদেশ থেকে শুরু করবে। সুতরাং আগামী দিনের যুদ্ধে বাংলাদেশের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সেমিনারে আমন্ত্রিত রিসোর্স পার্সনদের আলোচনার বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য এসেছে আমার দেশ-এর কাছে। দক্ষিণ এশিয়ার গণতন্ত্র এবং স্থিতিশীলতা নির্ভর করছে শক্তিশালী, দৃঢ় এবং জনকেন্দ্রিক ভারত-বাংলাদেশ সম্পর্কের ওপর—এই বিষয়ে আলোচনা করবেন বাংলাদেশি সাংবাদিক বদরুল আহসান। তিনি আওয়ামী সুবিধাভোগী একজন ভারতপ্রেমী সাংবাদিক হিসেবে সুপরিচিত। বদরুল আহসান দ্য ডেইলি স্টার, এশিয়ান এইজসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। তিনি ইন্ডিয়ান এক্সপ্রেসসহ অন্যান্য ভারতীয় গণমাধ্যমে নিয়মিত লেখেন। তিনি শেখ মুজিবুর রহমানের বায়োগ্রাফি লিখেছেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বদরুল আহসান লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে প্রেস মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেন।

গত এক বছরে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতন বিষয়ে আলোচক হিসেবে নির্বাচন করা হয়েছে ড. আবুল হাসনাত মিল্টনকে। তিনি লেখক এবং শিক্ষক হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে তিনি ইউটিউবার হিসেবে অনেক বেশি পরিচিত। গোপালগঞ্জে জন্ম নেওয়া মিল্টন এখন অস্ট্রেলিয়ায় বসে ইউটিউবের মাধ্যমে অব্যাহতভাবে বাংলাদেশবিরোধী তৎপরতায় লিপ্ত। তিনি একের পর এক উসকানিমূলক বক্তব্য দিয়ে চলেছেন। তিনি অন্তর্বর্তী সরকারের একজন কঠোর সমালোচক। ড. ইউনূস সরকার বাংলাদেশ সেনাবাহিনীকে একটি আনসার বাহিনীতে পরিণত করেছেন বলে সম্প্রতি মন্তব্য করেন তিনি। ‘শেখ হাসিন : দক্ষিণ এশিয়ার এক অসাধারণ নেতা’ শিরোনামে একটি বইও লিখেছেন তিনি।

সেমিনারে সাবেক রাষ্ট্রদূত হারুন আল রশিদের জন্য আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে—বাংলাদেশে মৌলবাদের উত্থান এবং ভারত-বাংলাদেশ ভবিষ্যৎ সম্পর্ক। ফ্যাসিবাদের দোসরখ্যাত সাবেক এই কূটনীতিক জুলাই গণঅভ্যুত্থানের সরাসরি বিপক্ষে অবস্থান নেন। সে সময় তিনি মরক্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। শেখ হাসিনার পতনের পর তাকে দেশে ফেরার নির্দেশ দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু দেশে না ফিরে ফেসবুকে বিতর্কিত পোস্ট দেন। ওই পোস্টে তিনি বলেন, ড. ইউনূসের অধীনে বাংলাদেশে এখন নৃশংসতা চলছে। এ ব্যাপারে বিশ্বের নীরবতা অত্যন্ত বেদনাদায়ক। এই পোস্ট দেওয়ার পর তিনি মরক্কো থেকে পালিয়ে কানাডায় চলে যান। পরে অন্তর্বর্তী সরকার তার পাসপোর্ট বাতিল করে।

আরওপড়ুন

বাংলাদেশ জাহাজ রপ্তানি করছে তুরস্কে

কারাদণ্ডের ‘ভয়ে’ থাইল্যান্ড ছাড়লেন সাবেক প্রধানমন্ত্রী থাকসিন

সেমিনারে ব্যারিস্টার তানিয়া আমীরের আলোচনার বিষয়—বাংলাদেশের ধর্মনিরপেক্ষ সংবিধান এবং আঞ্চলিক স্থিতিশীলতা। দিল্লির ‘ডিপ স্টেট’-এর অত্যন্ত ঘনিষ্ঠ এই আইনজীবী ২০০৬ সালে সুপ্রিম কোর্টের এজলাস ভাংচুরের অন্যতম হোতা। জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের জন্য রিটকারীদের একজন তিনি। আওয়ামী সুবিধাভোগী এই বিতর্কিত আইনজীবী ২০২৪ সালের ‘ডামি নির্বাচনে’ আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। ২০০৯ সালে তাকে ‘গান্ধী শান্তি পুরস্কারে’ ভূষিত করে দিল্লি।

সেমিনারে ভারতীয় রিসোর্স পার্সনদের মধ্যে মেজর জেনারেল (অব.) সুধাকর জী ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ঐতিহাসিক প্রেক্ষাপট’, ব্রিগেডিয়ার (অব.) নিলেশ ভানট ‘বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর চালানো নৃশংসতায় আন্তর্জাতিক গণমাধ্যমের নীরবতা’, ড. নাগালক্ষ্মী রমণ ‘বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিতিশীলতার প্রেক্ষাপটে সন্ত্রাস দমন এবং কঠোর সীমান্ত ব্যবস্থাপনার গুরুত্ব’, লেফটেন্যান্ট জেনারেল (অব.) সঞ্জীব ল্যাংগার ‘আঞ্চলিক স্থিতিশীলতায় বাংলাদেশের গুরুত্ব’, রাষ্ট্রদূত মঞ্জু শেঠ ‘বাংলাদেশে স্থিতিশীলতার জন্য ভারতের পদক্ষেপ গ্রহণ’, লেফটেন্যান্ট জেনারেল (অব.) পি সি নায়ার ‘বাংলাদেশের ৫ আগস্টের ঘটনায় বিদেশি শক্তির ভূমিকা’, ব্রিগেডিয়ার (অব.) ভি পি সিং ‘চীন, পাকিস্তান ও বাংলাদেশের অভিন্ন স্বার্থ সামরিক চ্যালেঞ্জের মুখে ভারত’ বিষয়ে আলোচনা করবেন। এছাড়া আরো বেশ কয়েকজন ভারতীয় বাংলাদেশসহ আঞ্চলিক অন্যান্য বিষয়ে কথা বলবেন।

বিশিষ্ট আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক এম শহীদুজ্জামান আমার দেশকে বলেন, এটাকে কোনোভাবেই সেমিনার বলা ঠিক হবে না। এটা স্পষ্টভাবে বাংলাদেশবিরোধী একটা প্রোপাগান্ডা। ভারত এখন আন্তর্জাতিকভাবে অত্যন্ত চাপের মধ্যে রয়েছে। যুক্তরাষ্ট্র দিল্লির মুখোশ খুলে দিয়েছে। প্রতিবেশীদের সঙ্গে ভারতের বৈরী আচরণের ব্যাপারে এখন বিশ্ববাসী জানে।

তিনি আরো বলেন, মোদি সরকার নানাভাবে ড. ইউনূস সরকারকে চাপে রাখতে চেয়েছে কিন্তু ব্যর্থ হয়েছে। এখন তারা তাদের বাংলাদেশি দালালদের মাঠে নামানোর চেষ্টা করছে। বদরুল আহসান এবং তানিয়া আমীর তো ভারত এবং আওয়ামী লীগের চিহ্নিত দালাল। তাদের দিয়ে বাংলাদেশবিরোধী প্রোপাগান্ডা চালিয়ে দিল্লি তার উদ্দেশ্য হাসিল করতে পারবে না।

সেমিনারের নামে ভারত বাংলাদেশবিরোধী অপতৎপরতার মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ড. দিলারা চৌধুরী। তিনি আমার দেশকে বলেন, ভারত বাংলাদেশ থেকে কোনো ধরনের শিক্ষা নেয়নি। আসলে তারা শিক্ষা নিতে চায় না। ভারত চায় সেমিনারের নামে এই ধরনের মিথ্যা প্রচারণার মাধ্যমে বাংলাদেশকে চাপে ফেলে যে কোনোভাবে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনা। সংখ্যালঘু নির্যাতন, মৌলবাদ, ধর্মনিরপেক্ষ সংবিধান—ভারতের এসব বয়ান নতুন কিছু নয়।

তিনি আরো বলেন, বাংলাদেশে ভারতপন্থি লোকের অভাব নেই। দিল্লি তাদের লোকজনদের নিজের স্বার্থে ব্যবহার করছে এবং করবে। তারা আমাদের শান্তিতে থাকতে দিতে চায় না। ভারতের কাছ থেকে আমাদের সামনে বারবার চ্যালেঞ্জ আসবে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় জুলাই বিপ্লবের পক্ষের সব রাজনৈতিক দলের মধ্যে দৃঢ় ঐক্য দরকার। আমরা যেন কোনোভাবেই দিল্লির ফাঁদে পা না দিই।

সম্পর্কিত খবর

বাংলাদেশ জাহাজ রপ্তানি করছে তুরস্কে
আন্তর্জাতিক

বাংলাদেশ জাহাজ রপ্তানি করছে তুরস্কে

সেপ্টেম্বর ৬, ২০২৫
আন্তর্জাতিক

কারাদণ্ডের ‘ভয়ে’ থাইল্যান্ড ছাড়লেন সাবেক প্রধানমন্ত্রী থাকসিন

সেপ্টেম্বর ৬, ২০২৫
আন্তর্জাতিক

দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছেন ভারতীয়রা!

সেপ্টেম্বর ৬, ২০২৫

সপ্তাহের সেরা

  • আবিদ আমার ছোট ভাই, ছোট মানুষ ও বুঝতে পারেনি: শিশির মনির

    0 shares
    Share 0 Tweet 0
  • গণঅভ্যুত্থানের রক্তের বিচার ঠেকাতে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করলেন সেনাপ্রধান?

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশ সেনাবাহিনীতে বড় রদবদল, একাধিক জিওসি ও এরিয়া কমান্ডারের দায়িত্ব পরিবর্তন

    0 shares
    Share 0 Tweet 0
  • ঢাবিতে ছাত্রীসংস্থাকে হেনস্থাকারী ছাত্রদল নেত্রী মানসুরার পরিচয় ফাঁস

    0 shares
    Share 0 Tweet 0
  • আলোচনায় আ.লীগ-জাপা, সর্বদলীয় বৈঠকে ৫ সিদ্ধান্ত

    0 shares
    Share 0 Tweet 0

সর্বশেষ খবর

রিফাইন্ড আওয়ামী লীগের আইডিয়া ভারতের দেয়া: সারজিস

সেপ্টেম্বর ৬, ২০২৫

হাটহাজারী মাদরাসাকে অবমাননা করে ফেসবুকে পোস্টকারী আটক, ছাত্রদের বিক্ষোভ-গাড়ি ভাঙচুর

সেপ্টেম্বর ৬, ২০২৫
লাখ লাখ টাকা দান পাগলা মসজিদের বাক্সে , নেপথ্যে কী

লাখ লাখ টাকা দান পাগলা মসজিদের বাক্সে , নেপথ্যে কী

সেপ্টেম্বর ৬, ২০২৫
  • হোম
  • গোপনীয়তা নীতি
  • শর্তাবলি ও নীতিমালা
  • যোগাযোগ
ইমেইল: [email protected]

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
  • রাজনীতি
    • বিএনপি
    • আওয়ামী লীগ
    • জামায়াত
    • এনসিপি
    • অন্যান্য
  • আন্তর্জাতিক
  • বিশ্লেষণ
  • মতামত
  • ইসলাম
  • খেলা
  • ফিচার
  • ফটো
  • ভিডিও
  • বিবিধ
    • শিক্ষাঙ্গণ

স্বত্ব © ২০২৪-২০২৫ আজাদির ডাক | সম্পাদক: মঈনুল ইসলাম খান | ৩, রাজউক এভিনিউ, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০