লিভার আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি রক্ত পরিশোধন, খাবার হজমে সহায়তা, ওষুধ ভাঙানো এবং ভিটামিন জমা রাখাসহ নানা কাজ করে। তবে লিভারে সমস্যা দেখা দিলে শরীরের বিভিন্ন অংশে প্রভাব পড়ে—এমনকি হাত-পায়েও।
সময়মতো কিছু লক্ষণ চিহ্নিত করতে পারলে দ্রুত চিকিৎসা নেওয়া সম্ভব। দেখে নিন হাত ও পায়ের কিছু সাধারণ উপসর্গ, যা লিভারের সমস্যার ইঙ্গিত দিতে পারে।
হাত-পায়ে লিভারের সমস্যার ৫ লক্ষণ
১. হাতের তালু লাল হয়ে যাওয়া
লিভারের অসুখ হলে হাতের তালু, বিশেষত বুড়ো আঙুল ও কনিষ্ঠার নিচের অংশ লালচে হয়ে উঠতে পারে। এতে ব্যথা বা চুলকানি না থাকলেও দুই হাতে সমানভাবে দেখা দেয়। সাধারণত হরমোনের ভারসাম্যহীনতার কারণে এটি হয়।
২. ত্বকে লাল-নীল শিরা ফুটে ওঠা
‘স্পাইডার ভেইন’ নামে পরিচিত ছোট লাল বা বেগুনি শিরা ত্বকের নিচে দেখা দিতে পারে। দীর্ঘমেয়াদি লিভার রোগ যেমন সিরোসিসে এমন লক্ষণ স্পষ্ট হয়।
৩. আঙুল মোটা হয়ে যাওয়া (ক্লাবিং)
হাত-পায়ের আঙুলের ডগা ফুলে গেলে এবং নখ নিচের দিকে বাঁকতে শুরু করলে সেটি ক্লাবিং নামে পরিচিত। এটি সাধারণত রক্তে অক্সিজেন কমে গেলে বা দীর্ঘস্থায়ী লিভার সমস্যায় ঘটে। সঙ্গে যদি জন্ডিস বা অতিরিক্ত ক্লান্তি থাকে, তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
৪. হাত-পা ফুলে যাওয়া
লিভার ঠিকভাবে কাজ না করলে শরীরে পর্যাপ্ত প্রোটিন তৈরি হয় না। এর ফলে রক্তে তরল জমে গিয়ে হাত-পা ও পেট ফুলে যেতে পারে, ওজন হঠাৎ বেড়ে যেতে পারে।
৫. ত্বকের নিচে রক্তনালির পরিবর্তন
লিভারের সমস্যায় হাত বা পায়ের পাতার ত্বকের নিচে রক্তনালিগুলো হঠাৎ স্পষ্ট বা ফোলা দেখা যেতে পারে। এটি বড় কোনো জটিলতার প্রাথমিক সংকেত হতে পারে।