বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করেছেন যে, দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙেছেন শেখ হাসিনা নন, বরং তার পিতা শেখ মুজিবুর রহমান।
শনিবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে জিয়া পরিষদ অগ্রণী ব্যাংক পিএলসি আয়োজিত ‘১৫ বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম ও ৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি দাবি করেন, শেখ মুজিব কুমিল্লা থেকে ব্যালট বাক্স এনে খন্দকার মোশতাককে জেতানোর চেষ্টা করেছিলেন এবং তিনিই দেশের প্রথম ভোট কারচুপির দায়ী। একই সঙ্গে শেখ কামালের ব্যাংক ডাকাতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেটিও হয়েছিল শেখ মুজিবের প্রেরণায়।
এ সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে গণহত্যা ও নির্বাচন ব্যবস্থা ধ্বংসের অভিযোগে বিচার ও ফাঁসির দাবি জানান শামসুজ্জামান দুদু।
আলোচনা সভায় বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, দেশের নিরাপত্তার একমাত্র রক্ষাকবচ হলো নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। অন্যদিকে জিয়া পরিষদের মহাসচিব প্রফেসর ড. মো. এমতাজ হোসেন মন্তব্য করেন, আসন্ন নির্বাচন সহজ হবে না এবং বিএনপির প্রধান প্রতিপক্ষ এখন জামায়াতে ইসলামী।
সভায় সভাপতিত্ব করেন জিয়া পরিষদ অগ্রণী ব্যাংক পিএলসির সভাপতি মো. সুজাউদ্দৌলা। আরও বক্তব্য দেন জনতা ব্যাংক পরিচালনা পর্ষদের পরিচালক মো. ওবায়দুল হক, অ্যাডভোকেট মোহাম্মদ সুলতান মাহমুদ ও ড. মো. ফজলুল হক প্রমুখ।