ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের প্রত্যাশা ও শঙ্কা নিয়ে আগ্রহ এখন চরমে। আসন্ন নির্বাচনে কারা নেতৃত্বে আসবেন এবং শিক্ষার্থীদের প্রধান চাহিদা কী—এসব খুঁজে বের করতে ন্যারেটিভ একটি প্রাক-নির্বাচনি জরিপ পরিচালনা করেছে, যেখানে উঠে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
গত ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত এ জরিপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের অংশগ্রহণে মতামত সংগ্রহ করা হয়। মোট ১৪টি হল (১০টি ছেলেদের হল ও ৪টি মেয়েদের হল) থেকে ৫২০টি নমুনা নেওয়া হয়। ভোটারদের লিঙ্গ, হল, বিভাগ ও প্রত্যাশার ভিত্তিতে বিশ্লেষণ করার জন্য প্রতিটি শ্রেণিকে শতকরা ১০০ ভাগ ধরা হয়, এরপর প্রত্যেক প্রার্থীর প্রাপ্ত ভোট ওই শ্রেণির মধ্যে কত শতাংশ তা হিসাব করা হয়।
জরিপে পাওয়া ফলাফল সংক্ষেপে:
১. ৯৪.৮% শিক্ষার্থী ভোট দিতে আগ্রহী, আর ৫.১৮% আগ্রহী নন।
২. ভিপি পদে ভোটারদের মধ্যে ২৪.৭% এখনো সিদ্ধান্তহীন, তবে ৭৫.৩% ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন।
শামীম হোসেন: ১৬.৫%
আবু সাদিক কায়েম: ৪১.৯%
আবিদুল ইসলাম: ১৩.৯%
উমামা ফাতেমা: ৮.৮%
৩. জিএস পদে ৬৬.১% শিক্ষার্থী সিদ্ধান্ত নিয়েছেন, বাকিরা এখনো অনিশ্চিত।আরাফাত চৌধুরী: ১৬.১%
মেঘমল্লার বসু: ৯.১২%
এস এম ফরহাদ: ৩২.১%
তানবীর বারি হামিম: ১৬.১%
আবু বাকের মজুমদার: ১৩.৭%
৪. এজিএস পদে ভোটদানে ৪০.৮% শিক্ষার্থী এখনো সিদ্ধান্ত নেননি।তানবীর আল হাদী মায়েদ: ১৫.৯%
মহিউদ্দিন খান: ৫২.৯%
আশরেফা খাতুন: ৯.৪৯%
জাবির আহমেদ জুবেল: ৪.০৭%