ভোলায় ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম নোমানীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৯টার দিকে সদর উপজেলার উত্তর চর নোয়াবাদ এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ বর্তমানে ভোলা সদর হাসপাতালে রাখা হয়েছে।
মাওলানা আমিনুল ইসলাম নোমানী ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও সদর উপজেলা মসজিদের খতিব ছিলেন। একই সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে ভোলা জেলা ইসলামী ঐক্য আন্দোলনের সেক্রেটারির দায়িত্ব পালন করছিলেন। এ ঘটনার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঈমান আকিদা সংরক্ষণ কমিটি, ইসলামী ঐক্য আন্দোলনসহ বিভিন্ন সংগঠন ভোলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এশার নামাজ শেষে বাসায় ফেরার কিছুক্ষণ পর নোমানীর বাড়ি থেকে চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে যান। দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে মেঝেতে রক্তাক্ত অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সময় তার স্ত্রী শ্বশুরবাড়ি তজুমদ্দিনে এবং একমাত্র সন্তান পড়াশোনার জন্য লক্ষ্মীপুরে থাকায় তিনি বাড়িতে একাই ছিলেন। নিহত নোমানী প্রায় ১৫ বছর ধরে মাদ্রাসায় শিক্ষকতা ও মসজিদের খতিবের দায়িত্ব পালন করে আসছিলেন। পাশাপাশি তিনি নিজের বাড়ির দরজায় একটি মাদ্রাসাও প্রতিষ্ঠা ও পরিচালনা করছিলেন।
ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোবাশ্বিরুল হক নাঈম জানান, হত্যার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
ভোলা সদর থানার এসআই ফাইজুল হক বলেন, “সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা সম্ভব হবে। তাকে বেপরোয়াভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।”
এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে ভোলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন ইসলামী সংগঠন। সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসাইন, পৌর আমির জামাল উদ্দিন ও মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোবাশ্বিরুল হক নাঈম।