মুন্সীগঞ্জের গজারিয়ায় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে হোমনা-মেঘনা নির্বাচনী আসন রক্ষা কমিটির ব্যানারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হয়েছে। রোববার সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে এই অবরোধ চলেছে।
এর আগে উপজেলার ভাটেরচর নতুন রাস্তায় একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া একাত্বতা প্রকাশ করেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়ক অবরোধ করা হয়।
খবর পেয়ে গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম, সহকারী কমিশনার (ভূমি) ডা. হামিদা মোস্তফা ও ওসি আনোয়ার আলম আজাদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের মহাসড়ক ছাড়ার জন্য অনুরোধ করেন। তাদের অনুরোধে বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে যান।
অধ্যক্ষ সেলিম ভূঁইয়া জানান, “এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের নয় এবং কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়। এটি হোমনা-মেঘনার সাধারণ মানুষের আশা ও আকাঙ্খার বিষয়। আশা করি সরকার জনগণের প্রত্যাশা পূরণ করবে।”