বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের মান্যবর রাষ্ট্রদূত মি. ইউসুফ সালেহ ওয়াই. রামাদান। রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
শুরুতেই রাষ্ট্রদূত ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাঁর পূর্ণ সুস্থতার জন্য দোয়া করেন। মতবিনিময় সভায় জামায়াত আমির ফিলিস্তিন প্রসঙ্গে বলেন, “বিশ্ব মুসলিম উম্মাহর মতোই আমাদেরও ফিলিস্তিনের সঙ্গে আন্তরিক সম্পর্ক রয়েছে, যা চিরদিন অটুট থাকবে।” তিনি গাজার চলমান মানবিক বিপর্যয়, অবকাঠামো ধ্বংস ও গণহত্যার নিন্দা জানিয়ে বলেন, “ইসরাইলের আগ্রাসন শুধু ফিলিস্তিন নয়, বিশ্বশান্তির জন্যও ভয়াবহ হুমকি।” তিনি জাতিসংঘ, ওআইসি ও বিশ্ববাসীকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এ সময় রাষ্ট্রদূত রামাদান বলেন, “বাংলাদেশের জনগণের বিশেষ করে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ফিলিস্তিনের প্রতি ভালোবাসা, সমর্থন ও সহযোগিতার জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞ। আশা করি ভবিষ্যতেও এই সমর্থন অব্যাহত থাকবে।”
সভায় উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান।