ভারত থেকে বাংলাদেশে আসা মরিচ বোঝাই ভারতীয় ট্রাকে একটি পিস্তল ও ৯৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এসময় ট্রাকচালকসহ ২ জন ভারতীয় নাগরিককে আটক করা হয়।
রবিবার দুপুরে বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল থেকে অস্ত্রটি উদ্ধারের সময় ট্রাক চালক ও তার সহকারীকে আটক করা হয় বলে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানিয়েছেন।

৪৯ বিজিবি সূত্রে জানা গেছে, ভারত থেকে কাঁচা মরিচ নিয়ে আসা ট্রাকটি (নম্বর CG04PU5288) বাংলাদেশে প্রবেশ করলে, বিজিবির টহলদল মেইন পিলার ১৮/৩-এস হতে প্রায় ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ট্রাকটি তল্লাশি করে। এ সময় ট্রাকচালকের দেহ তল্লাশির মাধ্যমে ১টি পিস্তল ও ৯৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটক ভারতীয় নাগরিকরা হলো— গুরজীত সালুজা ও রাম দাস নাওয়াদি। উদ্ধার অস্ত্র ও গুলির আনুমানিক মূল্য ধরা হয়েছে ১ লাখ ৩ হাজার ৭২০ টাকা।
আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে অস্ত্র ও গুলিসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, ‘দীর্ঘদিন ধরেই সীমান্তে অস্ত্র, মাদক, স্বর্ণ, রুপি, হুন্ডি ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আভিযানিক কার্যক্রম পরিচালনা করছে বিজিবি। এরই অংশ হিসেবে আজকের এ সাফল্য। আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
এই ঘটনা আবারও প্রমাণ করে যে সীমান্ত দিয়ে শুধুমাত্র পণ্য নয়, অস্ত্র ও অবৈধ মালামাল পাচারেরও চেষ্টা চালানো হচ্ছে, যার বিরুদ্ধে বিজিবি’র তৎপরতা দৃঢ় ও ধারাবাহিক।