রাজধানীর গেন্ডারিয়া থেকে পুলিশের লুট হওয়া একটি বিদেশি পিস্তল ও আট রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে র্যাব-১০। রোববার (০৭ সেপ্টেম্বর) র্যাব সদর দফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃতের নাম মো. রনি ওরফে শ্যুটার রনি (৪০)। তিনি শরীয়তপুরের পালং সদর থানার চিকন্দি গ্রামের মো. ইউসুফ আলীর ছেলে। র্যাব জানিয়েছে, রনি পেশাদার সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী।
বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, র্যাবের যাত্রাবাড়ী ক্যাম্পের একটি দল শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গেন্ডারিয়া থানাধীন আজগর আলী হাসাপাতাল এলাকায় কতিপয় ব্যক্তি অপরাধ সংগঠনের উদ্দেশ্যে অবৈধ অস্ত্র নিয়ে অবস্থান করছে। পরে সেখানে পৌঁছামাত্র একজন আসামি র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ হতে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্ধারকৃত অস্ত্রটি পুলিশের হারিয়ে যাওয়া অস্ত্র, যা রনি অবৈধভাবে নিজের হেফাজতে রেখেছিলেন। তার বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তিনি একজন পেশাদার অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তিনি বেশ কিছুদিন যাবৎ অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে রাজধানীর গেন্ডারিয়াসহ বিভিন্ন এলাকায় অস্ত্র ও মাদকের সিন্ডিকেট তৈরি করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।