চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জোবরা গ্রাম প্রসঙ্গে বিতর্কিত বক্তব্য দেওয়ার পর বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলা আমির মো. সিরাজুল ইসলামকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সম্প্রতি তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় আমাদের পৈতৃক সম্পত্তির উপর প্রতিষ্ঠিত। আমরা জমিদার, জমিদারের উপর কেউ হস্তক্ষেপ করবে, এটা আমরা মেনে নেব না।” এ বক্তব্য সংগঠনের দৃষ্টিগোচর হওয়ার পর জামায়াতে ইসলামী স্পষ্ট করেছে যে এটি তার ব্যক্তিগত মতামত, যা বিনয় পরিপন্থী এবং এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
জামায়াত এক বিবৃতিতে জানিয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জোবরা গ্রাম প্রতিপক্ষ নয়, বরং পরস্পরের পরিপূরক। অতীতে যেমন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল, ভবিষ্যতেও তা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেছে সংগঠনটি।
একই সঙ্গে সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও জোবরা গ্রামবাসী যারা আহত হয়েছেন এবং যাদের ঘরবাড়ি ও সম্পদের ক্ষতি হয়েছে তাদের প্রতি সমবেদনা জানিয়েছে জামায়াত।