ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে ডাকসু নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শনিবার অনুষ্ঠিত প্রজেকশন মিটিংয়ে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ভিপি প্রার্থী সাদিক কায়েম, জিএস প্রার্থী এস এম ফরহাদ এবং এজিএস প্রার্থী মহিউদ্দিনের বক্তব্য শুনতে হলোর আসন পূর্ণ হয়ে যায়। ফলে দরজা ও আশপাশে দাঁড়িয়ে থেকেও অনেকে তাদের বক্তব্য শোনেন।
অপপ্রচার ও বিভ্রান্তিমূলক প্রচারণার পরেও প্রার্থীদের প্রতি শিক্ষার্থীদের যে আস্থা ও মুহাব্বত তৈরি হয়েছে, তা উপস্থিতির মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে। শিক্ষার্থীরা বলছেন, এই আস্থা ও ভালোবাসাই প্রমাণ করে প্রার্থীরা ইতোমধ্যেই ক্যাম্পাসে বিশ্বাসযোগ্যতা অর্জন করেছেন।
পর্যবেক্ষকদের মতে, ফ্যাসিবাদী প্রোপাগান্ডা ভেঙে শিক্ষার্থীদের কাছে আস্থা অর্জন করা প্রার্থীদের জন্য একটি বড় অর্জন। অনেকের আশা—সাদিক, ফরহাদ ও মহিউদ্দিন বিজয়ী হলে এই প্রোপাগান্ডা আরও ভেঙে পড়বে এবং ইতিবাচক পরিবর্তনের পথ সুগম হবে।