দেশের সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত আগস্ট মাসে পরিচালিত বিভিন্ন অভিযানে মোট ১৭৭ কোটি ২১ লাখ টাকার চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বাহিনীটি।
জানা গেছে, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে— ১৩ কেজি ৪৪০ গ্রাম স্বর্ণ, ১৮ কেজি ৭৩০ গ্রাম রূপা, ৮ হাজার ৭৩৯টি শাড়ি, ৪ হাজার ৯০৩টি থ্রিপিস/চাদর, ৪৪ লক্ষাধিক কসমেটিকস সামগ্রী, ১৪ লক্ষাধিক আতশবাজি, ১ হাজার ৫৪৮ কেজি গাঁজা, ১২ লক্ষাধিক ইয়াবা এবং ১ লাখ ৮০ হাজার বিভিন্ন ধরনের ট্যাবলেট ও ওষুধ।
এছাড়া বিভিন্ন ধরনের যানবাহন, মোবাইল, যন্ত্রাংশ, কাপড়, কাঠ, সুতা, চা পাতা, সুপারি, চিনি, পেঁয়াজ, রসুন, বীজ, চকোলেট, সিগারেট, তামাক ইত্যাদিও জব্দ করা হয়েছে।
অস্ত্র ও গোলাবারুদের তালিকায় রয়েছে— তিনটি পিস্তল, ১টি রিভলবার, ১টি এসএমজি, তিনটি রাইফেল, ৮১৫ রাউন্ড গুলি এবং ১৬টি ম্যাগাজিন।

বিজিবি গত আগস্ট মাসে শুধু ইয়াবা-ই জব্দ করেছে ১২ লাখ ৩৭ হাজার ৬৯৩ পিস। এছাড়া ৪ কেজি ৬০১ গ্রাম হেরোইন, ৭ হাজার ৮৮৮ বোতল ফেনসিডিল, ৯ হাজার ৫২৫ বোতল বিদেশি মদ, ১৬৭ লিটার বাংলা মদ, ৫৭৭ ক্যান বিয়ার, ১ লাখ ৭৪ হাজার ৭১৫টি নেশাজাতীয় ইনজেকশন/ট্যাবলেট, এলএসডি ও অন্যান্য মাদকও উদ্ধার করা হয়েছে।
চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২০৯ জনকে গ্রেপ্তার করেছে বিজিবি। অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১৬০ জন বাংলাদেশি ও ১১ জন ভারতীয় নাগরিক আটক হন। এছাড়া ৫৪৬ জন মায়ানমার নাগরিককে অনুপ্রবেশের সময় আটক করে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
বিজিবি জানিয়েছে, এসব অভিযান অব্যাহত থাকবে এবং দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় বাহিনী সর্বদা প্রস্তুত।