৮ সেপ্টেম্বর (সোমবার) সকাল ১১টায় রাজধানীর বসুন্ধরাস্থ কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকার বিষয়ক উপদেষ্টা মিস হুমা খান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক জুনিয়র উপদেষ্টা ব্যারিস্টার তাজরিয়ান আকরাম খান।
সাক্ষাতের শুরুতেই মিস হুমা খান জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তাঁর পরিপূর্ণ সুস্থতা কামনা করেন। পরে তাঁরা পারস্পরিক আগ্রহের নানা বিষয় নিয়ে আন্তরিক পরিবেশে আলোচনা করেন। আলোচনায় উঠে আসে বাংলাদেশে বিরাজমান মানবাধিকার পরিস্থিতি, গুম-খুনের বিচার এবং জামায়াতের উপস্থাপিত সংস্কার প্রস্তাব।
মিস হুমা খান ২৯ জুলাই জাতিসংঘ আয়োজিত “জুলাই স্মরণ সভায়” জামায়াত আমিরের দেওয়া বক্তব্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। জামায়াত আমির আলোচনায় সংস্কার প্রস্তাবের বিভিন্ন দিক তুলে ধরেন এবং “জুলাই শহীদদের” ওপর জামায়াত প্রকাশিত ১২ খণ্ডের ইংরেজি সংস্করণ বই জাতিসংঘ প্রতিনিধিদের উপহার দেন।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।