নেপালের রাজধানী কাঠমান্ডুতে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এতে অন্তত ১৪ জন নিহত এবং ৮০ জনেরও বেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

সরকার সম্প্রতি ফেসবুক, ইউটিউব ও এক্স (সাবেক টুইটার)সহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম নিষিদ্ধ ঘোষণা করে। এ সিদ্ধান্তের প্রতিবাদে ক্ষুব্ধ তরুণরা আজ পার্লামেন্ট ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে।

আন্দোলন আরও তীব্র হলে নেপাল সরকার বিক্ষোভকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেয়। এতে হতাহতের সংখ্যা দ্রুত বাড়তে থাকে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঠমান্ডুতে দুপুর থেকে কারফিউ জারি করা হয়েছে। তবে অনেক জায়গায় জনগণ কারফিউ ভেঙে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে।