ইসরায়েলের জেরুজালেম শহরের একটি বাস স্টেশনে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের গেরিলা ইউনিট সাহসী অভিযান চালিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ছয়জন ইসরায়েলি নিহত হয়েছে এবং বহু আহত হয়েছে।
জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম (এমডিএ) জানিয়েছে, প্রতিরোধ যোদ্ধারা ৬২ নম্বর বাসে উঠে দখলদার ইসরায়েলি যাত্রীদের লক্ষ্য করে হামলা চালায়। পরবর্তীতে অভিযানে অংশ নেয়া দুইজন মুজাহিদ শহীদ হয়েছেন।
ঘটনার পর জেরুজালেম শহরের ভেতরে ও বাইরে সব প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ করে দিয়েছে দখলদার কর্তৃপক্ষ।

হামাসের বিবৃতিতে বলা হয়েছে,
“যতদিন আল-আকসা মসজিদ অবমানিত হবে, যতদিন গাজায় রক্ত ঝরবে— আমাদের মুজাহিদরা দখলদারদের শহর, রাস্তা ও স্টেশনে প্রতিরোধের আগুন জ্বালিয়ে রাখবে। এই হামলা শহীদদের রক্তের প্রতিশোধ।”

এমডিএ’র প্যারামেডিক নাদাভ তাইব স্বীকার করেছেন,
“ঘটনাস্থলে পৌঁছে আমরা রাস্তায়, বাসস্টপে এবং ফুটপাতে অচেতন ইসরায়েলিদের পড়ে থাকতে দেখি। ভাঙা কাঁচ ও রক্তে চারপাশ ভরে ছিল।”