বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, “ফলাফল যাই হোক, আমরা তা মেনে নেব।” মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
তিনি বলেন, “এখনও পর্যন্ত আশা করছি নির্বিঘ্নে একটি ডাকসু নির্বাচন সম্পন্ন হবে। তবে কিছু সংকট রয়েই গেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের জানিয়েছে, কৃত্রিম লাইন তৈরির চেষ্টা চলছে—আমরা সেগুলো পর্যবেক্ষণ করছি।”
ফলাফল মেনে নেবেন কিনা—এমন প্রশ্নের জবাবে ছাত্রদল সভাপতি বলেন, “অবশ্যই, সে মানসিকতা আমাদের রয়েছে। সুষ্ঠু ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হবেন, আমরা তাদের ফলাফল মেনে নেব।”