ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)-এর নির্বাচন পর্যবেক্ষক টিম।
মঙ্গলবার দুপুর ১২টায় কলা ভবনের সামনে বটতলায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছে সংগঠনটি।
বহুল প্রত্যাশিত ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় মঙ্গলবার সকাল ৮টায়। ১৯২১ সালে প্রতিষ্ঠার পর এটি ঢাবির ৩৮তম ডাকসু নির্বাচন। সারাদেশের নজর এখন এ নির্বাচনের দিকে, আর ক্যাম্পাসে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
এবারের নির্বাচনে প্রায় ৪০ হাজার শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। মোট ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ৪৫ জন এবং জিএস পদে ১৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।