৩৮তম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন দীর্ঘ প্রতীক্ষার পর শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সারাদিনের ভোটগ্রহণে কোনো সংঘাত বা বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোটগ্রহণ শেষ হওয়ার চার ঘণ্টার মধ্যে ফলাফল প্রকাশ করা সম্ভব হবে। মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট শেষে গণনার কাজ শুরু হবে এবং রাত ১২টার আগেই ফল প্রকাশের কথা জানিয়েছে কমিশন।
কমিশনের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এবার ডাকসুতে প্রায় ৮০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। এর মধ্যে জহুরুল হক হলে মোট ভোটার ১,৯৬৩ জন, কাস্ট হয়েছে ১,৬৫৮টি (৮৩.৪৩ শতাংশ)। এস এম হলে ভোটার ৬৬৫ জন, কাস্ট হয়েছে ৫৫২টি (৮২.৯৩ শতাংশ)। জগন্নাথ হলে মোট ভোটার ২,২২২ জন, কাস্ট হয়েছে ১,৮৩১টি (৮২.৪৫ শতাংশ)। রোকেয়া হলে মোট ভোটার ৫,৬৭৬ জন, কাস্ট হয়েছে ৩,৯০৭টি (৬৯ শতাংশ)।