ডাকসু নির্বাচনে পরাজয়ের গ্লানি মুছতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে কারচুপির জন্য সর্বোচ্চ মেকানিজম চালাচ্ছে বিএনপিপন্থী প্রশাসন, ছাত্রদল ও বিএনপি এক্টিভিস্টরা—এমন অভিযোগ উঠেছে।
জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে জাকসু নির্বাচন কমিশন অফিসে গোপন বৈঠক করেন বিএনপি এক্টিভিস্ট মারুফ মল্লিক, ঢাকা মহানগর দক্ষিণ যুবদল নেতৃবৃন্দ ও নির্বাচন সংশ্লিষ্ট কিছু কর্মকর্তা। ওই বৈঠকে ঢাকার জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভিকেও উপস্থিত থাকতে দেখা গেছে।
অভিযোগ রয়েছে—এই বৈঠকে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। ঘটনার খবর পেয়ে অন্যান্য প্রার্থীরা সেখানে উপস্থিত হয়ে ক্ষোভ প্রকাশ করেন। তারা প্রশাসনের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন—“রাতেই কি ভোট হয়ে যাচ্ছে কীনা?”
এই ঘটনাকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অনেকেই মনে করছেন, জাকসু নির্বাচনকে বিতর্কিত করার জন্য এ ধরনের গোপন আঁতাত চলছে।