বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল অঞ্চল টিমের সদস্য ও ভোলা জেলার সাবেক আমির অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জামায়াত সবসময় অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করে আসছে।
বুধবার সন্ধ্যায় চরফ্যাশনের হাজারীগঞ্জ ইউনিয়নে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
মোস্তফা কামাল বলেন, দেশের মানুষ দেখছে—জামায়াতের নেতা-কর্মীরা সৎ ও লোভহীন জীবনযাপন করছেন। এজন্য জনগণ শাসনভার জামায়াতের হাতে দেখতে আগ্রহী। তিনি দাবি করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত হলে জনগণ ভোট বিপ্লবের মাধ্যমে সৎ ও যোগ্য নেতৃত্ব বেছে নেবে।
তিনি আরও বলেন, জামায়াত ক্ষমতায় এলে রাষ্ট্রীয় সম্পদ প্রত্যেক নাগরিকের মাঝে ন্যায্যতার ভিত্তিতে বণ্টন করা হবে। আগামী জাতীয় নির্বাচনে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।