বরিশালের মুলাদী সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর ছাত্রদল কর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এতে উপজেলা শিবির সভাপতি হামিম হোসেন, সেক্রেটারি আব্দুল্লাহ ইসলাম সৌরভ ও কলেজ সেক্রেটারি জাহিদ হোসেন মান্নাসহ সাতজন আহত হন। আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে।
শিবিরের মুলাদী কলেজ শাখার অর্থবিষয়ক সম্পাদক মুহিন হোসাইন জানান, কলেজ অধ্যক্ষের অনুমতি নিয়ে তারা নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় উপজেলা ছাত্রদল সভাপতি মহিউদ্দিন ঢালী, সেক্রেটারি বেল্লাল সরদার ও পৌর যুবদল সভাপতি রফিক ঢালির নেতৃত্বে অর্ধশতাধিক কর্মী মোটরসাইকেল বহর নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে এবং হামলা চালায়।
অভিযুক্ত মুলাদী পৌর যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম ঢালী অভিযোগ অস্বীকার করে বলেন, শিবির নেতারাই উল্টো ছাত্রদলের ওপর হামলার চেষ্টা করেছে।
মুলাদী থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, কলেজে কোনো হামলার ঘটনা ঘটেনি। বুধবার কলেজের ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিবিরকে আমন্ত্রণ না দেওয়ায় বৃহস্পতিবার সকালে অধ্যক্ষের সঙ্গে কথা বলতে গিয়ে শিবির ও ছাত্রদল কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।