ডাকসু নির্বাচনে শিবিরের প্যানেল বিজয়ী হওয়ায় জাতীয় পার্টির পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।
আনিসুল বলেন, এই নির্বাচন থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। বড় দলের অনেক কর্মী থাকতে পারে, কিন্তু জনসমর্থন না থাকলে নির্বাচনে কী ফল হয়- সেটা ডাকসুতে আমরা প্রমাণ পেয়েছি।
সভায় জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার ডাকসুতে বিজয়ী হওয়ায় ইসলামী ছাত্রশিবিরের নেতাদেরকে অভিনন্দন জানিয়ে বলেন, ডাকসুতে মানুষের ভালোবাসা বিজয় হয়েছে। সঠিক রণকৌশল, কঠোর পরিশ্রম, পরিবর্তন ও বিবর্তনের পক্ষে ছাত্ররা রায় দিয়েছে। আমরা এ রায়কে সম্মান করি। এই নির্বাচনে ছাত্রশিবির বিজয় হয়েছে, তাদেরকে জাতীয় পার্টির পক্ষ থেকে এবং ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
হাওলাদার বলেন, ডাকসু নির্বাচনের ফলাফল এবং গত বছর ৫ আগস্টের গণঅভ্যুত্থান বা জুলাই বিপ্লব থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। অহংকার দম্ভ করলে কিভাবে পতন হয়, তার ফলাফল ডাকসু নির্বাচন এবং জুলাই বিপ্লব আমাদেরকে শিখিয়ে গেছে।
সভায় আরও বক্তব্য দেন- জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো-চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ, কেন্দ্রীয় নেতা সাহিদুর রহমান টেপা, নাসরিন জাহান রতনা, লিয়াকত হোসেন খোকা, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, নাজমা আকতার, জসিম উদ্দিন ভূইয়ি, মো. আরিফুর রহমান খান, মোবারক হোসেন আজাদ, ফখরুল আহসান শাহজাদা, মো. বেলাল হোসেন, অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, অধ্যাপক নূরুল ইসলাম মিলন, সরদার শাহজাহান, সিরাজুল ইসলাম চৌধুরী, ইলিয়াস উদ্দিন, ইয়াহ ইয়া চৌধুরী শরফুদ্দিন আহমেদ শিপু, জামাল রানা, সেরনিয়াবাত সেকান্দার আলী, মো. আলমগীর হোসেন, আমান উল্লাহ আমান এবং বিভিন্ন থানা সভাপতি-সম্পাদকদের মধ্যে বক্তব্য দেন মাসুম, শরিফ, মো. রাজু, আসাদ খান, আব্দুস সাত্তার।
যৌথসভায় উপস্থিত ছিলেন— হারুন আর রশিদ, শেখ মো. আলমগীর হোসেন, নিগার সুলতানা রানী, নাসির উদ্দিন সরকার, মিজানুর রহমান দুলাল, আনোয়ার হোসেন তোতা, আনোয়ার হাওলাদার, মাসুক রহমান, এসএম আল জুবায়ের, রেজাউল করিম, গোলাম মোস্তফা, এসএম আমিনুল হক সেলিম, তাসলিমা আকবর রুনা, শাহনাজ পারভীন, নাজমুল খান, মোখলেছুর রহমান বস্তু, কাজী জামাল, এসএম হাসেম, আমিনুল হক সাঈদুল, সাইফুল ইসলাম শোভন, মো. ওয়াহিদুর রহমান, সালমান, হানিফ নেগাবান মাহবুবুর রহমান কামাল প্রমুখ।