বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন, জুলুমের পূর্ণ অবসান না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদবিরোধী লড়াইকারীদের সঙ্গে তিনি এক থাকবেন।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শেওড়াপাড়ায় নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৫ এ আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।
ডা. শফিকুর রহমান বলেন, “ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা যারা ঐক্যবদ্ধ ছিলাম, দুশমনরা আমাদের মধ্যে বিভক্তি তৈরি করেছে, একজনকে আরেকজনের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। এটা শয়তানের কৌশল, মুমিনদের পরাজয়। আমরা সেটা চাই না। আমরা চাই, জুলুমের বিরুদ্ধে এক কাতারে দাঁড়িয়ে লড়াই করা সবাই ঐক্যবদ্ধ থাকুক, যতদিন না একটি সুন্দর, মানবিক ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠিত হয়।”
তিনি আরও বলেন, “আমাদের প্রতি অনেকে সমালোচনা করে, গালিও দেয়। কিন্তু আমরা জবাব দিই না। আমরা বিশ্বাস করি, সমালোচনা থেকেও শেখার কিছু থাকে। তাই সমালোচকরাও আমাদের বন্ধু। আমরা হিংসার বদলে ভালবাসা দিতে চাই।”
জামায়াত আমির সৌহার্দ্য, সম্প্রীতি ও ভালবাসার ভিত্তিতে একটি বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে বলেন, “ব্যক্তি বা দলগতভাবে ভুল হতে পারে, কিন্তু ভুল ধরিয়ে দিলে আমরা তা সংশোধনের সুযোগ পাই।”
তিনি অঙ্গীকার করে বলেন, “আমরা সন্ত্রাস করব না, কাউকে করতেও দেব না। আমরা দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না। ইনশাআল্লাহ এ পথ বন্ধ করে দেয়া হবে। কিতাবুল্লাহ ও রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর পথেই শান্তির সমাজ প্রতিষ্ঠা সম্ভব।”
ডা. শফিকুর রহমান প্রতিশ্রুতি দিয়ে বলেন, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সর্বশক্তি প্রয়োগ করা হবে এবং সুশিক্ষার বিস্তারের মাধ্যমে প্রকৃত মানুষ গড়ার কাজে সংগঠনের বড় অংশ নিয়োজিত থাকবে। তিনি বিশ্বাস করেন, ন্যায়বিচার ও সুশিক্ষা প্রতিষ্ঠিত হলে আল্লাহ সেই সমাজকে রক্ষা করবেন।
সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসা, সেক্রেটারি ড. রেজাউল করিমসহ অন্যরা।