কাশ্মীর ইস্যুতে ইতোমধ্যে বিমান হামলার মাধ্যমে যুদ্ধে জড়িয়েছে ভারত-পাকিস্তান। এর প্রভাবে পাকিস্তানে চলমান পিএসএল ও ভারতে চলমান আইপিএল স্থগিত করা হয়েছে। মূলত টুর্নামেন্ট দুটি ঘিরে থাকা পরস্পরের হামলার হুমকির কারণে নিরাপত্তা ইস্যুতে স্থগিত করা হয়েছে। পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগের নতুন ভেন্যু নির্ধারণ করা হয়েছে সংযুক্ত আরব আমিরাত। আইপিএলের বাকি অংশ কোথায় আয়োজন করা হবে তা এখনো নিশ্চিত হয়নি।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১৯ মে সংযুক্ত আরব আমিরাত সফর শেষে পাকিস্তান সফরে বাংলাদেশ দলের যাওয়ার কথা। তবে বর্তমান পরিস্থিতিতে সেই সফর না হওয়ার সম্ভাবনাই বেশি। ক্রিকেটারদের নিরাপত্তার কথা মাথায় রেখে সেই সফর বাতিলের সিদ্ধান্ত নিতে পারে বিসিবি। আজ বিসিবি পরিচালকদের একটি সভায় এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের পূর্বনির্ধারিত এই সিরিজ ফয়সালাবাদে আগামী ২৫ মে থেকে মাঠে গড়ানোর কথা ছিল। ফয়সালাবাদের পাশাপাশি লাহোরকে বেছে নেওয়া হয়েছিল এই সিরিজের ভেন্যু হিসেবে। তবে বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের মাটিতে এই সফর হচ্ছে না এটা একদমই নিশ্চিতই বলা যায়। শেষ পর্যন্ত সিরিজ বাতিল হচ্ছে কি না সেই সিদ্ধান্ত জানা যাবে আজ। বাতিল না হয়ে নিরপেক্ষ ভেন্যুতে এই সিরিজ মাঠে গড়াতে পারে। এমনটাই জানাচ্ছে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম। পিসিবি সূত্রে পাকিস্তানি গণমাধ্যমগুলো জানাচ্ছে, দুই বোর্ডের আলোচনার পর আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। তাদের দাবি, সফর সূচি পরিবর্তন করে নিরপেক্ষ ভেন্যুতে এই সিরিজ আয়োজনে পরিকল্পনা চলছে। সেক্ষেত্রে নিরপেক্ষ ভেন্যু হওয়ার দৌড়ে এগিয়ে আছে সংযুক্ত আরব আমিরাত। এর আগে লম্বা সময় দেশের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন থেকে একঘরে থাকা পাকিস্তান নিজেদের হোম ভেন্যু হিসেবে মরুর দেশের মাঠগুলো ব্যবহার করেছে পিসিবি।
পিএসএল শেষে পিসিবি এই সিরিজ আয়োজনের চিন্তা ভাবনা করায় সূচিতে আসবে বড় পরিবর্তন। এক্ষেত্রে বাতিল হতে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ওই সিরিজ বাতিল করে সরাসরি পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। যতই বিকল্প আলোচনা হোক না কেন- সবকিছুই নির্ভর করছে বিসিবির সিদ্ধান্তের ওপর।
পাকিস্তানের বিপক্ষে এই সিরিজের সময়সূচি পরিবর্তন হওয়ার প্রভাব পড়বে ঘরের মাঠের পরবর্তী সিরিজে। পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী মে মাসে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের পাকিস্তান দলকে আতিথ্য দেওয়ার কথা রয়েছে। বর্তমান পরিস্থিতিতে আইসিসির ভবিষ্যৎ সফর সূচির বাইরে থাকা এই সিরিজও শেষ পর্যন্ত মাঠে নাও গড়াতে পারে। এমনকি পাকিস্তান সফর বাতিল করে এই সিরিজও আয়োজনের মতো সিদ্ধান্ত আসতে পারে। শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত কী হবে তা জানার জন্য অপেক্ষা করতে হবে আজ পর্যন্ত। আজ বিসিবির বেশ কয়েকজন পরিচালকের সঙ্গে একটি অনানুষ্ঠানিক বৈঠকে বসে সিদ্ধান্ত নেবেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। জানা গেছে, এই সভায় শুধু পাকিস্তান সিরিজ কিংবা সফর নয়, ভারতের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ নিয়েও হবে আলোচনা।
কারণ, ইতোমধ্যে ক্রিকেটপাড়ায় জোর আলোচনা, বাংলাদেশের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে দল পাঠাতে চায় না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ইতোমধ্যে স্থগিত হওয়া আইপিএল বাংলাদেশ সফরের সময় আয়োজনের পরিকল্পনা রয়েছে বিসিসিআইয়ের। যদিও তারা সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আগামী এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত করা হয়েছে। শেষ পর্যন্ত এক সপ্তাহ পর আইপিএল শুরু না হলে বাংলাদেশ সফর বাতিল করে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির বাকি অংশ আয়োজন করবে বিসিসিআই। এ কারণেই, পাকিস্তান সফরের মতো হুমকির মুখে রয়েছে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সিরিজ।