নিউইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি ঘোষণা দিয়েছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদি নিউইয়র্ক শহরে প্রবেশ করেন তবে তাকে গ্রেপ্তার করার নির্দেশ তিনি পুলিশকে দেবেন।
গাজায় চলমান হামলা ও মানবাধিকার লঙ্ঘনের প্রেক্ষাপটে এ পদক্ষেপ জরুরি হয়ে পড়েছে বলে মন্তব্য করেন মামদানি। তিনি বলেন, “আন্তর্জাতিক আইনের আওতায় যুদ্ধাপরাধের অভিযোগ থাকা সত্ত্বেও নেতানিয়াহুকে অবাধে চলাফেরা করতে দেওয়া যুক্তরাষ্ট্রের জন্য অগ্রহণযোগ্য।”
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন ও গাজায় গণহত্যার অভিযোগ নিয়ে আন্তর্জাতিক মহলে নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ উত্থাপিত হয়ে আসছে। মামদানির এই বক্তব্যকে নিউইয়র্ক রাজনীতিতে সাহসী অবস্থান হিসেবে দেখা হচ্ছে।