কংগ্রেস নেতা শশী থারুরের টুইটকে কেন্দ্র করে প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নবনির্বাচিত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খান জসীমউদ্দীন এবং কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা।
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খান জসীমউদ্দীন এক বিবৃতিতে বলেন, “ডাকসু নির্বাচনের ফলাফলকে উদ্বেগজনক হিসেবে উপস্থাপন করা শুধুমাত্র অযৌক্তিক নয়, বরং বাংলাদেশের ছাত্রদের গণতান্ত্রিক ইচ্ছার বিরুদ্ধে অযাচিত হস্তক্ষেপ।” তিনি শশী থারুরকে ভারতের নিজস্ব গণতান্ত্রিক কাঠামোর সমস্যার দিকে নজর দেওয়ার আহ্বান জানান এবং দাবি করেন, সেখানে সংখ্যালঘু সম্প্রদায় নির্যাতনের শিকার হচ্ছে।
এদিকে কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা তার বিবৃতিতে বলেন, “বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ভারতের মতো নির্যাতনের তীব্রতা নেই। যদি ভারতের উদ্দেশ্য হয় প্রতিবেশী দেশের গণতান্ত্রিক যাত্রা ব্যাহত করা, তবে উদ্বিগ্ন হবার যথেষ্ট কারণ রয়েছে। কিন্তু ভারতের যদি গণতান্ত্রিক পরিবেশের প্রতি শ্রদ্ধা থাকে, তাহলে ডাকসুর ফলাফল নিয়ে উদ্বেগ প্রকাশের কারণ নেই।”
ডাকসুর নবনির্বাচিত দুই নেতাই মনে করেন, শশী থারুরের মন্তব্য অযাচিত ও অগ্রহণযোগ্য।
