আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শাহবাগসহ দেশের বিভিন্ন স্থানে অবরোধের প্রেক্ষাপটে জরুরি বৈঠকে বসেছে উপদেষ্টা পরিষদ।
শনিবার (১০ মে) রাত সাড়ে ৮টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আইসিটি অ্যাক্টে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রস্তাবনা নিয়ে আজ রাতে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে আলোচনা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বৈঠক শেষে ব্রিফিং করে সিদ্ধান্ত জানানো হবে।
এর আগে, গত শুক্রবার (৯ মে) অন্তর্বর্তী সরকার আইসিটি আইনে অবিলম্বে মানবতাবিরোধী অপরাধের সাথে সংশ্লিষ্ট সংগঠন ও রাজনৈতিক দলগুলোর বিচার সম্পন্ন করার বিধান অন্তর্ভুক্ত করা লক্ষ্যে আইনটি সংশোধন পরিকল্পনার কথা জানিয়েছে।
আওয়ামী লীগ নিষিদ্ধে ১ ঘণ্টার আল্টিমেটাম
এদিকে জুলাই গণঅভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ নিষিদ্ধে শাহবাগের অবস্থান থেকে এক ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। অন্যথায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন আন্দালনকারীরা।
শনিবার রাত ৮টার দিকে ছাত্র-জনতার গণজমায়েত থেকে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এ ঘোষণা দেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, কিছুক্ষণের মধ্যে শাহবাগ থেকে বাংলামোটর অবরোধ করা হবে। পরে অবস্থা বুঝে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাসভবনের দিকে যাওয়া হবে।
শরিফ ওসমান হাদি বলেন, এক ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলো নিষিদ্ধে ঘোষণা করতে হবে। না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।
এদিকে, প্রধান উপদেষ্টার কার্যালয়ে সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিসহ সাম্প্রতিক ইস্যু উঠে আসতে পারে উপদেষ্টা পরিষদের আজকের বৈঠকে।