মিসর জানিয়েছে, কায়রোতে অবস্থানরত হামাস নেতাদের টার্গেট করে ইসরায়েলের পরিকল্পিত হামলার ষড়যন্ত্র তারা উদঘাটন করেছে। মিসরের নিরাপত্তা সংস্থা জানায়, গত দুই বছরে যুদ্ধবিরতি আলোচনার সময়ও একই ধরনের হামলার চেষ্টা ব্যর্থ করা হয়েছিল।
এ প্রসঙ্গে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি আরব দেশগুলোর জন্য ন্যাটোর মতো যৌথ প্রতিরক্ষা বাহিনী গঠনের প্রস্তাব তুলেছেন। বিষয়টি নিয়ে দোহায় অনুষ্ঠেয় আরব-ইসলামিক সম্মেলনের আগে কূটনৈতিক যোগাযোগ চলছে।
মিসর আরও ঘোষণা দিয়েছে, তারা আর ইসরায়েলের সঙ্গে কোনো নিরাপত্তা সহযোগিতা করবে না এবং সিনাই উপত্যকাসহ সামরিক তৎপরতা সম্পর্কেও কোনো ব্যাখ্যা দেবে না। একই সঙ্গে হামাস নেতাদের কায়রোতে থাকার আমন্ত্রণ জানিয়ে জানিয়েছে, তাদের ওপর যে কোনো ইসরায়েলি হামলার বিরুদ্ধে পূর্ণ সুরক্ষা দেওয়া হবে।