সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে ক্ষমা প্রার্থনা করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের কয়েকজন কর্মী। ওই ভিডিওতে ডাকসু ভিপি সাদিক কায়েম ও কার্যনির্বাহী সদস্য আবিদুল ইসলামকে নিয়ে আলোচনা করতে দেখা যায়।
ভিডিওতে একপর্যায়ে ডাকসু প্রচারণায় ব্যবহৃত জনপ্রিয় বাক্য—“তুমিও জানো, আমিও জানি, সাদিক কায়েম পাকিস্তানি” এবং আবিদুল ইসলামের প্রচারণার স্লোগান—“প্লিজ, আপনারা কেউ কাউকে ছেড়ে যাইয়েন না”—উল্লেখ করা হয়। তবে অভিযোগ উঠেছে, ২৬ সেকেন্ডের ভিডিওর শেষের ১২ সেকেন্ড কেটে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অনলাইনে প্রচার করা হচ্ছে, যা মূল প্রেক্ষাপট বিকৃত করেছে।
শিবির কর্মীরা বলেন, “এটি কেবল মজার ছলে করা হয়েছিল, কারো কৃতিত্ব হেয় করা বা জুলাই আন্দোলনের স্লোগানকে অবজ্ঞা করা আমাদের উদ্দেশ্য ছিল না। কিন্তু বিভ্রান্তির কারণে আমাদের জুলাই সহযোদ্ধারা ব্যথিত হয়েছেন, তাই আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”
তারা আরও জানান, জুলাই আন্দোলনের কৃতিত্বকে খাটো করার কোনো ইচ্ছা তাদের ছিল না এবং ভবিষ্যতে এমন বিভ্রান্তিকর পরিস্থিতি এড়াতে তারা আরও সতর্ক থাকবেন।