ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সাংবাদিক আমজাদ হোসেন হৃদয় ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিলে সেটিতে কটূক্তিমূলক প্রতিক্রিয়া দেন কয়েকজন। আলোচিত এই ঘটনায় বিশেষভাবে সমালোচনার মুখে পড়েছেন আব্দুল কাদের।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র খান জসীম উদ্দীন চোখে গুলিবিদ্ধ হন। পরবর্তীতে তিনি ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক পদে প্রার্থী হয়ে শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হন। তবে তার এই অর্জনও সহ্য করতে পারেননি আব্দুল কাদের। তার দেওয়া অবমাননাকর প্রতিক্রিয়া সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
জসীম উদ্দীনের মতো একজন শহীদ-সদৃশ ত্যাগী ছাত্রনেতার বিজয়ে এভাবে কটাক্ষ করাই কাদেরের বর্তমান রাজনৈতিক দুরবস্থার মূল কারণ বলে অনেকে মন্তব্য করছেন।