ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মানবতার সেবাই ইসলামের প্রকৃত শিক্ষা। শুধু দাওয়াহ নয়, হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি মানবকল্যাণেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বিশেষ করে ফিলিস্তিনের মজলুম মুসলমানদের সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ প্রশংসনীয়।
শনিবার রাজধানীর মিরপুর পুলিশ কনভেনশন হলে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ‘সেবা ও দাওয়াহ সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “আজকের প্রজন্মকে দ্বীনের সঠিক দাওয়াহর পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। তাহলেই প্রকৃত ইসলামি সমাজ গঠন সম্ভব।”
সংস্থার সভাপতি ও বেফাক মহাসচিব মুফতি মাহফুজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে দেশের শীর্ষ ওলামায়ে কেরাম, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন। এ সময় সংস্থার কার্যক্রম তুলে ধরে মাহফুজুল হক বলেন, মানুষের সেবার কাজে আরও গতি আনতে সবাইকে সহযোগিতার হাত বাড়াতে হবে।