চীনের সহায়তায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চায় বাংলাদেশ। এ জন্য বেইজিংয়ের কাছে প্রায় ৫৫ কোটি ডলার ঋণ চেয়েছে ঢাকা, যা নিয়ে চীন ইতিবাচক অবস্থানে রয়েছে।
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সম্প্রতি পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠকে জানান, আগামী কয়েক মাসের মধ্যেই চীনের একটি কারিগরি বিশেষজ্ঞ দল বাংলাদেশে এসে তিস্তা প্রকল্প সরেজমিনে যাচাই করবে।
কূটনৈতিক সূত্র বলছে, তিস্তা মহাপরিকল্পনায় বেইজিংও আগ্রহী। প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলে কৃষি, সেচ, পানি ব্যবস্থাপনা ও জীববৈচিত্র্যে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।