গণঅধিকার পরিষদের পক্ষ থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর বিরুদ্ধে রমনা মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট এ অভিযোগ দাখিল করেন।
এ বিষয়ে রমনার ডিসি মাসুদ আলম জানান, অভিযোগ জমা হয়েছে, তবে এখনো মামলা নেওয়া হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি মিললে মামলা রুজু করা হবে।
নুরুল হক নুরের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করেই এই অভিযোগ করা হয়। গত ২৯ আগস্ট সেনা-পুলিশের কয়েকজন সদস্যের হামলায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ সংগঠনের প্রায় ৫০ জন নেতা-কর্মী আহত হন। হামলায় নুরের মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়।