রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ১৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) ডিএমপির মতিঝিল থানা ও শেরেবাংলা নগর থানা পুলিশ আলাদা অভিযানে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—নেত্রকোনা জেলা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আনোয়ারুল হক সেলু আহমেদ, শ্যামপুর থানা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম শাকিল এবং কাজী নজরুল ইসলাম কলেজ নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. তারিকুল ইসলাম।
ডিএমপি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা রাজধানীতে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছিলেন। বর্তমানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।