বরিশাল জেলার আগৈলঝরায় র্যাব পরিচয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায়ের সময় আটক হয়েছেন বিএনপি নেতা রাসেল মোল্লা। স্থানীয়রা জানিয়েছেন, তিনি বরিশাল-১ আসনের বিএনপি নমিনেশনপ্রত্যাশী আকন্দ কুদ্দুসের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।

আগৈলঝরা থানার ওসি জানান, র্যাবের পোশাক পরে কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে মানুষকে মামলার ভয় দেখিয়ে টাকা আদায় করছিলো। এসময় তাদের কাছ থেকে র্যাবের পোশাক, একটি ওয়াকিটকি এবং পিস্তল সদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় সুমন নামের একজন জড়িত ছিল। পুলিশ আসছে খবর পেয়ে সে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বর্তমানে রাসেল মোল্লাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলার প্রস্তুতি চলছে।