রংপুর বিভাগে অ্যানথ্রাক্সের পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে শুরু করেছে। ইতিমধ্যেই এ রোগে দুইজনের মৃত্যু হয়েছে এবং শতাধিক মানুষ আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
স্বাস্থ্য ও স্থানীয় সূত্র জানিয়েছে, আক্রান্তদের মধ্যে অধিকাংশই গরুর মাংসের মাধ্যমে সংক্রমিত হয়েছেন। এ অবস্থায় বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন—অপরিচিত বা অসুস্থ গরুর মাংস কেনা ও খাওয়া থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি হোটেল-রেস্টুরেন্টে গরুর মাংস খাওয়ার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, দ্রুত রোগ নিয়ন্ত্রণে পদক্ষেপ না নেওয়া হলে অ্যানথ্রাক্স ভয়াবহ আকার ধারণ করতে পারে। তাই সবাইকে সচেতন হয়ে রোগের বিস্তার রোধে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।