কুমিল্লার দাউদকান্দিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন—উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সোহেল মাহমুদ, স্বেচ্ছাসেবক লীগের সদস্য ফয়সাল এবং নিষিদ্ধ ছাত্রলীগের চার কর্মী।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ধীতপুর এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা ঝটিকা মিছিল বের করে। ফেসবুক লাইভে প্রচারিত সেই মিছিল থেকে চারজনকে আটক করা হয়। পরে রাতে অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।
মডেল থানার ওসি জুনায়েদ চৌধুরী বলেন, তাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানা অভিযোগ রয়েছে। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় স্বৈরাচার এমপি সবুরের পক্ষ নিয়ে শিক্ষার্থীদের ওপর নির্যাতনের অভিযোগও রয়েছে।
তিনি আরও জানান, নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনে ২১ জনের নামে মামলা দায়েরের পর গ্রেপ্তার সাতজনকে বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।