আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (IAEA) জানিয়েছে, ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে। সংস্থার পর্যবেক্ষক দল সেখানে অবস্থানকালে একাধিক গোলাগুলির শব্দ শুনেছে এবং কাছাকাছি তিনটি স্থানে কালো ধোঁয়া উঠতে দেখেছে।
কেন্দ্রের কর্মীরা নিশ্চিত করেছেন, কয়েকটি গোলা পারমাণবিক স্থাপনার বাইরের এলাকায় আঘাত হেনেছে। যদিও সরাসরি রিয়েক্টরে কোনো আঘাত হানেনি, তবুও এ ধরনের হামলায় গুরুতর ঝুঁকি তৈরি হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে IAEA।
ডনেপর নদীর বাঁ তীরে এনারগোদার শহরের কাছে অবস্থিত জাপোরিঝিয়া প্ল্যান্ট রিয়েক্টরের সংখ্যা ও ধারণক্ষমতার দিক থেকে ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ২০২২ সালের অক্টোবর থেকে এটি রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। সেই সময় থেকে ইউক্রেনীয় বাহিনী একাধিকবার এ স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে বলে জানা গেছে।
আন্তর্জাতিক মহল আশঙ্কা প্রকাশ করছে, এ ধরনের হামলা অব্যাহত থাকলে ভয়াবহ পারমাণবিক বিপর্যয় ঘটতে পারে, যার প্রভাব ইউরোপসহ গোটা বিশ্বে ছড়িয়ে পড়বে। IAEA জরুরি ভিত্তিতে উভয় পক্ষকে সংযম প্রদর্শন এবং পারমাণবিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।