ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন, নিষিদ্ধ সংগঠনের কোন কার্যক্রম ঢাকা রেঞ্জ এরিয়ায় চলবে না। কেউ চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
রোববার সকালে সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জের কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন।
রেজাউল করিম মল্লিক বলেন, বিগত সময়ে উচ্চাভিলাসী অপেশাদার কিছু কর্মকর্তা পুলিশকে জনতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এখনও যদি কোন পুলিশের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া যায় সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে।
ডিআইজি বলেন, থানাকে সাধারণ মানুষের আস্থার জায়গা করে তুলতে হবে। অপরাধী বা অধিনস্থ পুলিশের কোন অপরাধ হলে, তা সরাসরি শুনে ব্যবস্থা নেয়ার কথাও বলেন তিনি