চাঁদাবাজির মামলায় সিলেট মহানগর ছাত্রদলের ছাত্র বিষয়ক সম্পাদক ফাহিম আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি শামীমাবাদ আবাসিক এলাকার এস এম হানিফের ছেলে।
পুলিশ জানায়, ফাহিম আহমদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল। বুধবার তাকে গ্রেফতার করে থানায় আনা হয়। বর্তমানে তিনি থানায় হেফাজতে রয়েছেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ২০২৩ সালে দায়েরকৃত মামলায় ফাহিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। ওই পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।