আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসে প্রেসিডেন্ট জাভিয়ার মাইলেইয়ের কঠোর অর্থনৈতিক নীতির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। কংগ্রেস ভবনের চারপাশে হাজারো মানুষ রাস্তায় নেমে তার শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ কমানো এবং বাজেট বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানায়।

শিক্ষক, চিকিৎসক, ইউনিয়ন কর্মী ও শিক্ষার্থীরা ব্যানার ও পতাকা হাতে নিয়ে মিছিল করেন। তারা অভিযোগ করেন, বড় ধরনের বাজেট কাটছাঁট সরকারি বিশ্ববিদ্যালয় এবং দেশের প্রধান শিশু হাসপাতালকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট মাইলেই সামাজিক সহায়তা প্রায়ই বন্ধ করে দিয়েছেন। তিনি পেনশন বৃদ্ধি বাতিল করেছেন এবং শিশু ও প্রতিবন্ধীদের সহায়তাও প্রত্যাহার করেছেন। সবকিছুই করা হচ্ছে “ঘাটতি হ্রাসের” অজুহাতে।
বিশ্লেষকরা বলছেন, তার কঠোর অর্থনৈতিক নীতি সাধারণ আর্জেন্টিনিদের জীবনকে আরও দুর্বিষহ করে তুলছে। ফলে দেশজুড়ে সংঘর্ষ ও ক্ষোভের ঢেউ তৈরি হয়েছে।