গাজায় যুদ্ধবিরতি স্থাপন ও মানবিক সহায়তা বৃদ্ধির প্রস্তাবের ওপর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আজ বৃহস্পতিবার ভোট হওয়ার কথা রয়েছে। সাধারণত এই ধরনের প্রস্তাবে যুক্তরাষ্ট্র বিরোধিতা করে থাকে, তবু সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনে প্রস্তাবটি পাস করার চেষ্টা করা হচ্ছে, খবর দিয়েছে এফপি।
জাতিসংঘ জানিয়েছে, প্রায় দুই বছরের সামরিক আগ্রাসনের কারণে গাজায় দুর্ভিক্ষের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতির মধ্যে গত আগস্টের শেষের দিকে নিরাপত্তা পরিষদের ১০টি অস্থায়ী সদস্য দেশ বর্তমান খসড়া প্রস্তাবের ওপর আলোচনা শুরু করে।
প্রস্তাবে গাজায় ত্রাণ সরবরাহের পথ খুলে দেওয়ার পাশাপাশি ‘দুই পক্ষের মধ্যে তাৎক্ষণিক, নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতি’ ঘোষণা এবং জিম্মিদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান করা হয়েছে। এর আগে প্রস্তাবের একটি খসড়া শুধুমাত্র মানবিক সহায়তার ওপর জোর দিয়েছিল, যা কিছু সদস্যের কাছে পর্যাপ্ত মনে হয়নি।
যুক্তরাষ্ট্র আগেও একাধিকবার এই ধরনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। গত জুনে মিত্র ইসরায়েলকে সমর্থন করার জন্য ভেটো ক্ষমতা ব্যবহার করেছিল ওয়াশিংটন।
একজন ইউরোপীয় কূটনীতিক এএফপিকে বলেন, “সবশেষ প্রচেষ্টা হলো মার্কিন ভেটোর হুমকির কাছে নতি স্বীকার না করা।” তিনি আরও যোগ করেন, “এসব প্রস্তাব ফিলিস্তিনিদের জন্য যথেষ্ট সাহায্য না করতে পারে, তবু অন্তত আমরা দেখাচ্ছি যে আমরা চেষ্টা করছি।”
নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে শুধুমাত্র যুক্তরাষ্ট্রই এই প্রস্তাবের বিরোধিতা করছে।