রাজধানীর হাজারীবাগ থানাধীন বেড়িবাঁধ এলাকায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ একটি ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে ১৪ নম্বর ওয়ার্ডের ময়লার ডিপোর সামনে প্রায় ১৫-২০ জন যুবক ব্যানার নিয়ে হঠাৎ মিছিল শুরু করে। তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে’ ইত্যাদি স্লোগান দিতে থাকে। মিছিলটি বউবাজার হয়ে সামনের দিকে অগ্রসর হয়। তবে মাত্র পাঁচ মিনিট সড়কে অবস্থান করার পর তারা ব্যানার গুটিয়ে পালিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা মো. আরজু বলেন, “হঠাৎ দেখি কয়েকজন তরুণ ব্যানার হাতে জয়বাংলা স্লোগান দিতে দিতে মিছিল করছে। কিছুক্ষণের মধ্যেই তারা ব্যানার গুটিয়ে পালিয়ে যায়।” প্রত্যক্ষদর্শীদের মতে, মিছিলে অংশগ্রহণকারীদের বেশিরভাগের বয়স ছিল ১৪ থেকে ২০ বছরের মধ্যে, যদিও দু-একজন বয়স্কও ছিলেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায় এবং ১১ জনকে আটক করে।
হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম জানান, “আওয়ামী লীগের ঝটিকা মিছিল চলাকালে আমাদের পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে ১১ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে কারা সরাসরি মিছিলে অংশ নিয়েছে আর কারা আশপাশ থেকে ধরা পড়েছে তা যাচাই-বাছাই চলছে। যাচাই শেষে যার বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, এ ধরনের ঝটিকা মিছিল বা অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।