আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন থাকায় ২০২৬ সালের অমর একুশে বইমেলা এ বছরের ১৭ ডিসেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
এর আগে বাংলা একাডেমির একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা জানিয়েছিলেন, জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে বলে বইমেলা আয়োজনের সময় নিয়ে কয়েকদিন ধরেই আলোচনা চলছিল। শুরুতে জানুয়ারির পরিবর্তে ডিসেম্বর মাসে আয়োজন করার বিষয়ে জোরালো আলোচনা হয়।
বিকেলের বৈঠকের পরই বইমেলার তারিখ নির্ধারণের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছে বাংলা একাডেমি।
বাংলা একাডেমি সূত্র জানিয়েছে, নির্বাচন ঘিরে সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বিবেচনা করে বইমেলার সময় এগিয়ে আনা হয়েছে। এবার মেলায় প্রকাশনা সংস্থাগুলোর নতুন বই প্রকাশ এবং পাঠক-লেখক-প্রকাশকের মিলনমেলা প্রত্যাশিতভাবেই জমজমাট হবে বলে আশা করছে একাডেমি।
প্রতিবছরের মতো এবারও মেলা অনুষ্ঠিত হবে বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সোহরাওয়ার্দী উদ্যানে।