চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। এতে সহ-সভাপতি (ভিপি) পদে ইব্রাহিম হোসেন রনি, সাধারণ সম্পাদক (জিএস) পদে সাঈদ বিন হাবিব এবং যুগ্ম-সাধারণ সম্পাদক (এজিএস) পদে সাজ্জাদ হোসেন মুন্নাকে মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ৩.০০ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় বাংলাদেশ ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম এই প্যানেল ঘোষণা করেন। তাদের প্যানেলের নাম হলো সম্প্রীতির শিক্ষার্থী জোট।