যুক্তরাজ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ১৫০ বিলিয়ন পাউন্ডের বিশাল বিনিয়োগ চুক্তি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাতে আয়োজিত এক বৈঠকে রাজা চার্লসের উপস্থিতিতে এ ঘোষণা দেওয়া হয়।
মূল বিনিয়োগ চুক্তিগুলো হলো—
1. ব্ল্যাকস্টোনের পক্ষ থেকে ৯০ বিলিয়ন পাউন্ড বিনিয়োগ
2. পালান্টিয়ারের ১.৫ বিলিয়ন পাউন্ড বিনিয়োগ
3. প্রোলজিসের ৩.৯ বিলিয়ন পাউন্ড বিনিয়োগ
বিনিয়োগগুলো মূলত প্রতিরক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), ডাটা সেন্টার এবং অবকাঠামো খাতে হবে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রায় ৭ হাজার ৬০০ নতুন কর্মসংস্থান তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে।
এ ছাড়া উল্লেখযোগ্য চুক্তির অংশ হিসেবে বোয়িং ৫০ বছরের বেশি সময় পর প্রথমবারের মতো যুক্তরাজ্যে মার্কিন বিমান বাহিনীর জন্য যুদ্ধবিমান তৈরি করবে।
অর্থনীতিবিদরা বলছেন, এই বিনিয়োগ যুক্তরাজ্যের প্রতিরক্ষা সক্ষমতা ও প্রযুক্তিগত খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে। একই সঙ্গে দেশটির বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণের ক্ষমতাও আরও সুদৃঢ় হবে।