মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানের বাগরাম এয়ারবেস পুনরুদ্ধারের জন্য কয়েক মাস ধরে গোপনে তৎপরতা চালিয়ে যাচ্ছেন। সন্ত্রাসবিরোধী কার্যক্রম, চীনকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ এবং আফগানিস্তানের বিপুল সম্পদে প্রবেশাধিকার নিশ্চিত করার জন্য এ ঘাঁটিকে তিনি অত্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মনে করছেন।
সিএনএন-এর খবরে বলা হয়েছে, চলতি বছরের মার্চ মাস থেকেই এ বিষয়ে আলোচনার সূচনা হয়েছে। তবে তালেবান এই আলোচনার অংশ কি না, তা এখনো পরিষ্কার নয়।
উল্লেখ্য, বাগরাম এয়ারবেস আফগানিস্তানের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি ছিল। মার্কিন সেনারা ২০২১ সালে আফগানিস্তান থেকে সম্পূর্ণ প্রত্যাহারের আগে এ ঘাঁটি ব্যবহার করত। এরপর থেকেই এটি তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই উদ্যোগ সফল হলে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে পুনরায় একটি কৌশলগত অবস্থান তৈরি করতে পারবে, যা শুধু সন্ত্রাসবিরোধী অভিযানেই নয়, দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব মোকাবিলাতেও ব্যবহৃত হতে পারে।