জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব ও কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের সম্ভাব্য এমপি প্রার্থী জয়নাল আবেদীন শিশির বলেছেন, চব্বিশের ৫ আগস্টের পর নাঙ্গলকোটে চাঁদাবাজি আগের তুলনায় বেড়েছে। তিনি বলেন, “আমরা শুধু রাজনীতি করতে আসিনি; চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও টেন্ডারবাজদের অবসান ঘটাতেই এনসিপির রাজনীতি।”
বৃহস্পতিবার বিকেলে নাঙ্গলকোট বাজারের জাকের টাওয়ারে উপজেলা কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শিশির আরও বলেন, সংসদ সদস্য বা জনপ্রতিনিধি হওয়াই তাদের লক্ষ্য নয়। বরং তারা চান চাঁদাবাজমুক্ত, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দারিদ্রমুক্ত বাংলাদেশ। এজন্য তিনি একটি নতুন সংবিধানের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তার মতে, মুজিববাদী সংবিধান দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়, আর নতুন সংবিধানের দাবিতে প্রয়োজনে রক্ত দিয়ে সংগ্রাম করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন এনসিপির নাঙ্গলকোট উপজেলা প্রধান সমন্বয়কারী আল আমিন ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা হাফসা জাহান, জেলা যুগ্ম সমন্বয়কারী রাশেদুল ইসলাম, ঢাকা মহানগর নেতা শরীফ ওবায়দুল্লাহ ও জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নেতা আহমেদ ইসহাক।
সভা সঞ্চালনা করেন উপজেলা এনসিপির সদস্য মীর মাহাদি। এ সময় স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের আরও বেশ কয়েকজন নেতা বক্তব্য দেন।
মতবিনিময় সভা শেষে এনসিপির নেতাকর্মীরা নাঙ্গলকোট বাজারে চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন।