রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে সবজির দামে স্বস্তি ফিরেছে। কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে বেশিরভাগ সবজির দাম। একই সঙ্গে চাল, পেঁয়াজ ও আলুর দামও কিছুটা কমেছে। তবে বেড়েছে ডিম ও ব্রয়লার মুরগির দাম।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নয়াবাজার, শান্তিনগর ও কারওয়ানবাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
চালের দাম কমেছে
সরকারি অনুমতিতে সম্প্রতি ৫ লাখ টন চাল আমদানি করায় বাজারে সরবরাহ বেড়েছে, ফলে দামও কমেছে।
নাজিরশাইল চাল কেজিতে ৪ টাকা কমে এখন ৭৬-৮২ টাকা।
মিনিকেট চাল কেজিতে ২-৩ টাকা কমে ৭৪-৭৯ টাকা।
মাঝারি মানের ব্রি-২৮ চাল এখন ৫৯-৬১ টাকা, যা আগে ছিল ৬১-৬৪ টাকা।
পাইজাম চাল কেজিতে ২ টাকা কমে ৫৯-৬০ টাকা।
স্বর্ণা ও গুটি চাল এখন ৫২-৫৪ টাকা।
তবে পোলাও চালের বাজার কিছুটা চড়া। ২৫ কেজির বস্তার দাম দুই সপ্তাহে ২ হাজার ১৫০ টাকা থেকে বেড়ে ২ হাজার ৪৫০ টাকা হয়েছে।
সবজির বাজারে স্বস্তি
টানা কয়েক সপ্তাহের ঊর্ধ্বগতির পর মৌসুমি সরবরাহ বাড়ায় সবজির দাম কমতে শুরু করেছে।
কাঁচা মরিচ কেজি ১৫০ টাকা (আগে ১৮০-২০০)।
টমেটো কেজি ১০০ টাকা (আগে ১২০-১৩০)।
করলা ৫০-৬০ টাকা (আগে ৮০-১০০)।
ঢেঁড়শ-পটোল ৫০-৬০ টাকা (আগে ৭০-৮০)।
লম্বা বেগুন ৬০-৭০ টাকা (আগে ১০০-১২০)।
গোল বেগুন ১০০-১২০ টাকা (আগে ১৩০-১৬০)।
চিচিঙ্গা ৬০ টাকা (আগে ৭০-৮০)।
লাউ ৬০ টাকা (আগে ৮০)।
পেঁপে ২০-৩০ টাকা (আগে ৩০-৪০)।
এছাড়া কাঁকরোল, শসা ও কচু ৫০-৬০ টাকা, গাজর ৯০-১০০ টাকা, ধনেপাতা ১০০-১২০ টাকায় বিক্রি হচ্ছে।
পেঁয়াজ ও আলুর দাম
পেঁয়াজ কেজিপ্রতি ৭০-৭৫ টাকা, আলু ২০-২২ টাকা দরে বিক্রি হচ্ছে।
ডিম ও মুরগির দাম বেড়েছে
বাজারে স্বস্তি থাকলেও ডিম ও মুরগির দাম বেড়েছে।
ব্রয়লার মুরগি কেজি ১৮০ টাকা।
সোনালি কক মুরগি ২৫০-৩০০ টাকা।
লাল ডিমের ডজন ১৪০ টাকা, সাদা ডিমের ডজন ১৩০ টাকা (খুচরায় ১৫০ টাকা)।
মাছের বাজার স্থিতিশীল
মিঠা পানির মাছের দামে তেমন পরিবর্তন হয়নি।
রুই-কাতলা কেজি ৩৫০-৪০০ টাকা।
তেলাপিয়া ২২০-২৪০ টাকা।
ব্যবসায়ীরা মনে করছেন, মৌসুমি সরবরাহ আরও বাড়লে সবজির দাম আরও কমবে। তবে খুচরা বাজারে দাম কমতে সময় লাগতে পারে।